Sunday, 21 September 2014

আবারও বিয়ে করছেন তাহসান?


শুনে চমকে গেলেন? চমকে যাওয়াটাই স্বাভাবিককেননা জনপ্রিয় গায়ক তাহসানের তো বিয়ে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী মিথিলার সাথেতাহলে? হঠাৎ আবার বিয়ে কেন? না,এ কথা আমরা বলছি নাতাহসান নিজেই ফেসবুকে ঘোষণা দিয়েছেন এই বিয়ের!
জানতে চান কাহিনীটা কী?
কাহিনী হচ্ছে, ১৯ সেপ্টেম্বর রাতে তাহসান নিজের ফেসবুকে পোষ্ট করেন একটি মজার ছবি। (প্রচ্ছদে দেখুন)
সেই ছবিতে দেখা যায় ছিমছাম বর ও কনের সাজে তাহসান ও মিথিলাকেএবং সাথে ক্যাপশন লেখেন- "আবার বিয়ে? চোখ রাখুন এন টিভির পর্দায়!"
বোঝাই যাচ্ছে যে আগামী কোন নাটক বা অনুষ্ঠান নিয়ে এই রহস্যটুকুন করছেন তিনি আর সেই কারণেই তাঁদের এই বেশভূষাএবার দেখাই যাক, নতুন কি চমক নিয়ে আসেন তাহসান-মিথিলা দম্পতি

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: