Saturday, 2 August 2014

বিয়ে করলেন হৃদয়-সুজানা


মডেল-অভিনেত্রী সুজানাকে বিয়ে করলেন সংগীতশিল্পী হৃদয় খানশুক্রবার মিরপুরে সুজানার বাবার বাসায় বিয়ে হয় তাদের
এ প্রসঙ্গে দ্য রিপোর্টকে হৃদয় বলেন, ‘শুরু থেকেই সুজানা আমার ভাল বন্ধুআমার আনন্দ-বেদনা সবকিছুতেই সুজানাকে পাশে পেয়েছি সবসময়কিছুদিন আগেই আমার ভালবাসায় সাড়া দিয়েছেএবার বিয়ের কাজটিও হয়ে গেলহুট করে বিয়ে করা প্রসঙ্গে হৃদয় বলেন, ‘ঈদ কনসার্ট সেড়ে আমি কাতার থেকে ফিরেছি বৃহস্পতিবারইচ্ছে ছিল শুক্রবার আমরা শুধু বাগদান পর্বটি সাড়বপরে সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনে বিয়ের কাজটি সেড়ে ফেললাম
হৃদয় খান আরও বলেন, ‘উভয় পরিবারের সিদ্ধান্ত ও সম্মতিতেই বিয়ে হয়েছে আমাদেরআমার চাচা, খালারাসহ পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন এই আয়োজনেহৃদয় আরও জানিয়েছেন, বাবা রিপন খান উপস্থিত না থাকলেও বিয়েতে তিনি সম্মতি দিয়েছেন
এদিকে বিয়ের পরপরই সুজানা তার ফেসবুক স্টেটাসে লেখেন, ‘হৃদয় খানের সঙ্গে আছিআলহামদুলিল্লাহ! সবকিছুর জন্য আল্লাহকে অশেষ ধন্যবাদ
অন্যদিকে, হৃদয় শনিবার বিকেল চারটার দিকে তার ফেসবুক স্টেটাসে লেখেন, ‘ঘরোয়াভাবেই আমাদের আকদটা হলোইনশাল্লাহ এই বছরই অনুষ্ঠান করব সবাইকে নিয়েআমাদের জন্য দোয়া করবেন সবাই
হৃদয় আর সুজানার ফেসবুক পেজে এরই মধ্যে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য কমেন্ট চোখে পড়ছেভক্তরা হৃদয়-সুজানার বিয়েকে একটি সফল প্রেমের সুন্দর পরিণতি হিসেবেই দেখছেন
দ্য রিপোর্টকে হৃদয় আরও জানিয়েছেন, কাজের চাপে দুজনই ব্যস্ত থাকবেন বেশকিছুদিনএর মধ্যে দুজনেরই দেশের বাইরেও যেতে হবেফিরে এসেই তারা বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেনহৃদয় বলেন, ‘অক্টোবরেই অনুষ্ঠানের আয়োজন করব ইনশাল্লাহ


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: