ফের আইটেম ড্যান্সে রুপালি পর্দায় তুফান তুলতে চলেছেন
বলিউডের ‘মুন্নি
গার্ল’ মালাইকা
আরোরা খান। স্বামী আরবাজ খানের আগামী
সিনেমা ‘ডলি
কি ডোলি’ তে
আইটেম নাম্বারে শরীরী হিল্লোল তুলবেন। এই
সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করছেন সোনম কপূর।
আরবাজ মনে করেন, মালাইকা তার কাছে খুবই লাকি। তাই তার প্রত্যেক সিনেমাতেই মালাইকার আইটেম সঙ থাকে।
‘ডলি কি ডোলি’ সিনেমার এই আইটেম নাম্বারের কোরিগ্রাফ করেছেন প্রখ্যাত কোরিওগ্রাফার রোমি ডি সুজা।–ওয়েবসাইট।

0 comments: