Monday, 21 July 2014

বিতর্কিত হেট স্টোরি টু- বাজিমাতের পেছনের অজানা কথা (ভিডিও সহ)

লোকে সিনেমা দেখে কেন? এর উত্তর একেক জনের কাছে একেক রকম হলেও বলিউডের চলতি হাওয়া এক জায়গা গিয়ে বার বার থেমে যাচ্ছে। যে সিনেমা যত বেশি যৌনতা নির্ভর সেই সিনেমার সাফল্য ততবেশি। শিল্প গুণ বিচারে ভালো ছবির পাশাপাশি যৌনতাকে উপজীব্য করে নির্মাণ করা সিনেমাও যে দর্শক লুফে নিচ্ছেন তার সর্বশেষ প্রমাণ হেট স্টোরি টু। খবর জি নিউজ-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, চলতি বছর বলিউডে আরও একটা সিনেমা শুধু সেক্সের ওপর ভর করে মহাসাফল্যের দিকে পা বাড়াল। সুরভিন চাওলার হেট স্টোরি টু- মুক্তির প্রথম দিনেই দারুণ ব্যবসা করেছে। সিনেমা বোদ্ধারা এর গল্প, স্ক্রিপ্ট ও ছবির খুঁটিনাটি নিয়ে যতই ভুরু কোঁচকান না কেন প্রথম দিনেই এ সিনেমাটি আয় করেছে প্রায় ৬ কোটি টাকা। স্বল্প বাজেটের সিনেমার পক্ষে প্রথম দিনেই ৬ কোটি টাকা ব্যবসা করা মেগাহিট হিসাবে মনে করা হয়। পাওলি দাম অভিনীত হেট স্টোরির চেয়ে সুরভিন চাওলার হেট স্টোরি টু বক্স অফিসে যে বেশি সফল হতে চলেছে সেটা এখন থেকেই বলে দেওয়া যায়।
যৌনতা নির্ভর সিনেমা উতরে যাওয়াটা বলিউডে নতুন নয় ঠিকই কিন্তু ২০১৪ তে এসেও সেই একই ফর্মুলায় বক্স অফিসে বাজিমাত করাটা বেশ তাত্‍পর্যের। কারণ বলিউডে বক্স অফিসে সাফল্য পাওয়ার বিষয়টা দশ বছরের মধ্যে অনেকটাই পাল্টেছে। মাল্টিপ্লেক্স কালচার, নতুন মুখ, সোশ্যাল মিডিয়া, ইউ টিউবে আসার পর বলিউডে অনেক কিছুই পাল্টেছে। পাল্টে যায়নি শুধু যৌনতা নির্ভর সিনেমার সাফল্য। তাই সানি লিওনের রাগিনী এমএমএস টু বক্স অফিসে চলতি বছরের অন্যতম সেরা সফল ছবি।
হেট স্টোরি টু এর প্রোমো:

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: