'৭১-এর সংগ্রাম' ছবিতে বলিউডের প্রখ্যাত অভিনেতা অনুপম খেরের সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়িকা দিলরুবা ইয়াসমিন রুহি। এবার বলিউডের আরেক অভিনেতা নানা পাটেকারের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন তিনি।
লন্ডন ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে 'সংগ্রাম' ছবিটি প্রদর্শিত হয়েছে। এই উৎসবে বসেই নানা পাটেকারের সঙ্গে দেখা হয় রুহির। গত ১৭ জুলাই উৎসবের সমাপনীতে অংশ নিতে লন্ডনের লেইচেস্টার স্কয়ারে যান ৬৩ বছর বয়সী অভিনেতা নানা পাটেকার।
অন্যদিকে, 'সংগ্রাম' ছবির প্রদর্শনীর সুবাদে আমন্ত্রিত অতিথি হিসেবে ওই উৎসবে অংশগ্রহণ করেন রুহি। এ সময় নানা পাটেকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে তার দীর্ঘক্ষণ আলোচনা হয়। এ সম্পর্কে রুহি বলেন, 'নানা পাটেকারের ব্যক্তিত্ব দেখে আমি মুগ্ধ হয়েছি। তার সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নিয়েছি। দিনটা সত্যিই দারুণ কেটেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা তিনি জানেন বলেছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ছবির মানের বিষয়টি নিয়েও দারুণ প্রশংসা করেছেন তিনি।'
এদিকে, গত ১৬ জুলাই বিবিসি ওয়ার্ল্ড নিউজে রুহি এবং 'সংগ্রাম' ছবির পরিচালক মনসুর আলীর একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার হয়েছে। ওই সাক্ষাৎকারে তারা 'সংগ্রাম' ছবির প্রেক্ষাপট এবং '৭১-এর মুক্তিযুদ্ধের বিষয়টি তুলে ধরেছেন।

0 comments: