Wednesday, 23 July 2014

ফটোগ্রাফারের প্রেমে প্রভা!


কিছুদিন ধরেই মিলন নামে একজন ফটোগ্রাফারের চারপাশে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকেপেশাগত কারণে একটি কোম্পানির কর্মচারীদের বার্ষিক পিকনিকে ছবি তোলার দায়িত্ব পায় সেই ফটোগ্রাফারসেই সূত্রে ওই কোম্পানিতে কর্মরত প্রভার সঙ্গে তার পরিচয় হয়সেখানেই তাদের ভালো লাগা শুরু হয়কিন্তু কেউই প্রকাশ করেন না
কিন্তু ফোনালাপ, সাক্ষাতে নিয়মিত যোগাযোগ চলছিল তাদেরজানা গেছে এরই মধ্যে প্রভার সঙ্গে সেই ফটোগ্রাফারের প্রেম বিনিময় হয়ে গেছেতাহলে কি এই ছেলেটিই তার মনের মানুষ?
তবে ছেলেটি প্রভার মনের মানুষ হোক আর যাই হোকএটি কিন্তু তার বাস্তব জীবনের গল্প নয়নিজাম উদ্দিন লস্করের রচনা ও হারুন-অর-রশীদের পরিচালনায়মনের মানুষনামের একটি নাটকে এমনই চরিত্রে অভিনয় করেছেন তিনি
এতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, "নাটকটির গল্প বেশ সুন্দরআমি সাধারণত এমন রোমান্টিক ঘরানার গল্পের নাটকে অভিনয় করতে পছন্দ করিদর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।" এতে ফটোগ্রাফার মিলনের চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলানাটকটি একুশে টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: