Saturday, 12 July 2014

সালমানকে নিয়ে নার্ভাস নার্গিস


অবশেষে নার্গিস স্বীকার করলেন যে সালমান খান আসলেই তাঁকে নার্ভাস করে ফেলেছিলেন। কিন্তু কেন আর কখন? কাহিনী হচ্ছে, কিক ছবিতে সালামান খানের সঙ্গে পা মিলিয়ে নাচতে হয়েছে তাকে। আর তাতেই ভীষণ নার্ভাস হয়ে পড়েন নার্গিস ফাখরি।
যদিও বলিউডের আঙিনা পেরিয়ে হলিউডেও মুক্তি পেতে যাচ্ছে তার ছবি, তবু সালমান খানকে অনেক বড় মাপের তারকা মনে করেন তিনি।
জানালেন, “সালমানের সঙ্গে কাজ করাটা দারুণ উত্তেজনার একটা ব্যাপার ছিল। উনি অনেক বড় মাপের তারকা। আর আমার বার বার মনে হচ্ছিল আমার কারণে সেটে সব গড়বড় পাকিয়ে যাবে।”
অবশ্য একবার শুরুর পর নাকি স্বাচ্ছন্দ্যেই বাকি কাজ শেষ করেছেন ফাখরি। ফাটা পোস্টার নিকলা হিরোর ‘ধাতিং নাচ’ এর পর কিক এর ‘ইয়ার না মিলে’ গানটাই নার্গিসের দ্বিতীয় আইটেম গান। অবশ্য সরাসরি জানিয়ে দিয়েছেন, ‘আমি আইটেম ড্যান্সার হতে চাই না। অভিনেতা হতে চাই। নাচ আমি পছন্দ করি, তবে অভিনয়টা আমার প্যাশন।’




SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: