Saturday, 19 April 2014

এবার সেলেনার 'ব্রেনওয়াশ' করেছেন জাস্টিন বিবার!

পপ শিল্পী জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের সম্পর্কের বিষয়টি এক ধোঁয়াশায় পরিণত হয়েছেআর এ ধোঁয়াশায় চিন্তিত হয়ে পড়েছেন সেলেনার ঘনিষ্টজনরা জাস্টিনের সঙ্গে থাকাকালীন সেলেনার আচরণ পাল্টে যায় কিন্তু বিচ্ছিন্ন হলেই আবার ভিন্ন চিত্র দেখা যায়এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে
কাম অ্যান্ড গেট ইটখ্যাত জাস্টিনের ২১ বছর বয়সি সেলেনার সঙ্গে আগে প্রায় তিন বছরের সম্পর্ক ছিলকিন্তু পরে সে সম্পর্ক ভেঙে যায়এরপর সেলেনাকে পুনর্বাসন কেন্দ্রে যেতে হয়সেলেনা সে সময় অনেক সুস্থ বোধ করছিলেন বলে পরিচিতদের জানিয়েছিলেনকিন্তু তাঁর বন্ধুরা সম্প্রতি আবার তাঁকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেনসম্প্রতি জাস্টিন ও সেলেনাকে আবার একত্রে দেখা যাচ্ছে
পরিচিতজনরা মনে করছেন জাস্টিন বিবার আবার সেলেনার ব্রেনওয়াশকরে ফেলেছেন
ঘনিষ্ট এক সূত্র জানিয়েছে, ‘সেলেনাকে এখন কিছুটা ব্রেনওয়াশ অবস্থায় দেখা যাচ্ছে এবং জাস্টিনের কোনো কথাকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে নাতবে কিছুদিন আগেই এর বিপরীত অবস্থা ছিলসে সময় তাঁদের সম্পর্কসহ বহু বিষয় নিয়েই যুদ্ধ করতে দেখা যেতএখন তিনি একটি রোবটের মতোই আচরণ করছেন এবং সম্পূর্ণভাবে তাঁর খপ্পরে পড়েছেন
সূত্র আরো জানিয়েছে, ‘জাস্টিন সেলেনার প্রতি যাই করে থাকুক না কেন, তা সত্যিই কাজে এসেছেএখন সেলেনাকে সম্পূর্ণ ভিন্ন মানুষ হিসেবে দেখা যাচ্ছে
গত সপ্তাহান্তে সেলেনা ও জাস্টিনকে ক্যালিফোর্নিয়ার একটি মিউজিক ও আর্ট ফেস্টিভ্যালে দেখা যায়



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: