Monday, 21 April 2014

আনুশকা নেই, কোহলির সাথে ইলিয়েনা

বর্তমান সময়ের আলোচিত প্রেমিক জুটি কোহলি-আনুশকাকে নিয়ে আলোচনার শেষ নেই। দু’জনের কোন একজন স্বীকার না করা পর্যন্ত এ নিয়ে গুঞ্জন চলবেই। একই হারে চলছে সুযোগ পেলেই দেশে বিদেশে দু’জনের দেখা-সাক্ষাৎ।

ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার মধ্যকার এই সম্পর্ক গড়ে ওঠে একটি শ্যাম্পুর বিজ্ঞাপন করতে গিয়ে। একই ব্র্যান্ডের জন্য নতুন একটি বিজ্ঞাপন নির্মিত হতে যাচ্ছে। যথারীতি এই বিজ্ঞাপনেও আছেন বিরাট কোহলি। তবে আনুশকা শর্মা নেই । আনুশকার জায়গায় থাকছেন আরেক বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজ।

নতুন বিজ্ঞাপনটির জন্য আনুশকাকে অফার দেয়া হয়েছিল । কিন্তু ইচ্ছে থাকলেও আনুশকা সময় বের করতে পারেননি। কারণ ইতিমধ্যে ‘এনএইচটেন’ সিনেমার জন্য আগাম শিডিউল দিয়ে ফেলেছেন। বিজ্ঞাপন নির্মাতারা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করলেও আনুশকার মুখপাত্র জানিয়েছেন, ‘সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও বিজ্ঞাপনে সময় দেয়া এখন অসম্ভব’।

তবে এবারের বিজ্ঞাপনটি না করতে পারলেও আনুশকা কথা দিয়েছেন জয়া আখতারের পরবর্তী সিনেমার শুটিংয়ের আগে অবশ্যই একটি বিজ্ঞাপন করবেন।

SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: