Wednesday, 3 August 2016

‘রক্ত’র টিজারে সম্পূর্ণ নগ্ন পিঠে পরী (ভিডিও)


টপ শটে বিস্তর শহুরে এলাকা। এরপর ক্লোজ শটে গাড়ি থেকে নামছেন কেউ। পরের দৃশ্যে ছোট একটি মেয়েকে স্নেহ ভরা চুম্বন এঁকে দিচ্ছেন পরীমনি। এরপর কিছু দুঃখ আর আবেগমাখা মুহূর্ত। তারপর একে একে সামনে আসতে থাকে মারমুখী দৃশ্য।

বলছি, পরীমনি অভিনীত ‘রক্ত’ সিনেমার প্রকাশিত টিজারের কথা। গতকাল (১ আগস্ট) সোমবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে টিজারটি। টিজারের পুরোটাজুড়েই মারমুখী আবহ থাকলেও পরীমনির গোসলের দৃশ্যটি সবাইকে রীতিমতো অবাক করেছে। কারণ এ দৃশ্যে সম্পূর্ণ নগ্ন পিঠে দেখা যায় এই অভিনেত্রীকে। 

ঢালিউড সিনেমায় এমন সাহসী দৃশ্য খুব কমই দেখা যায়। তবে নতুন কিছু উপহার দেয়ার যে কথা বহুদিন ধরেই দিয়ে আসছেন তিনি তার আংশিক কিছু দেখা যায় এই টিজারে। 
   
‘ফাইট ফর ব্লাড’ সিনেমাটি পরিচালনা  করেছেন সুমন। এতে পরীমনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত রোশন।  এ ছাড়া আরো অভিনয় করেছেন অমিত হাসান, আশীষ বিদ্যার্থীসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন স্যাভি ও আকাশ। আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: