বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ আগামী ঈদুল আজহাকে কেন্দ্র করে নতুন একটি একক অ্যালবামের কাজ শুরু করেছেন। এতে ৬ থেকে ৮টি গান থাকবে। ইতোমধ্যে এই অ্যালবামের ৫টি গানের ট্র্যাক তৈরির কাজ সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে এগুলোতে কণ্ঠ দেবেন তিনি। এর সবগুলো গানের কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ।
এ বিষয়ে মমতাজ বলেন, 'মঙ্গলবার ইতালি থেকে দেশে ফিরেছি। দেশে ফিরেই চট্টগ্রামে বিপিএলের কনসার্ট করেছি। এছাড়া হাতে কিছু রাজনৈতিক ও পারিবারিক ব্যস্ততা রয়েছে। এগুলো শেষ করেই নতুন একক কাজ শুরু করব। ঈদকে লক্ষ্য করেই অ্যালবামটি তৈরি হচ্ছে। আশা করি, যথাসময়ে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব।'
এদিকে গত ঈদুল ফিতরে মমতাজ 'শূন্য বাড়ি' শিরোনামে একটি দ্বৈত গানের অ্যালবাম প্রকাশ করেছেন। ঈগল মিউজিকের ব্যানারে এটি প্রকাশিত হয়েছে। এতে সহশিল্পী হিসেবে একটি গানে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু। এর সবগুলো গানের সুর ও সঙ্গীত করেছেন এস কে সমীর। এর গানগুলো লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী, প্লাবন কোরেশী, সোমেশ্বর অলি প্রমুখ।

0 comments: