দেশের গ্রাহকদের কমদামে সেলফোন ব্যবহারের সুবিধা দিতে মাইসেল সম্প্রতি বাজারে নিয়ে এসেছে নতুন বারফোন। বি২৩ (ইবব২৩) মডেলের ফোনটি ৬৯৯ টাকায় কিনতে পারবেন গ্রাহকেরা। টুজি নেটওয়ার্ক সাপোর্টের এ ফোনটিতে রয়েছে ডুয়েল সিম সুবিধা। ১.৮ ইঞ্চি পর্দার ফোনটিতে রয়েছে ডিজিটাল ক্যামেরা, এমপিথ্রি, এমপিফোর, ব্লুটুথ, এফএম রেডিও, ৩.৫ এমএম জ্যাক, মোবাইল ট্রাকার, ৮জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।
লি-আয়ন ৮৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনটিতে যা দেবে দীর্ঘ সময় কথা বলার নিশ্চয়তা। প্রযুক্তির ছোয়া সবার মাঝে ছড়িয়ে দিতে মাইসেলের রয়েছে সাশ্রয়ী মূল্যের ট্যাব, জনপ্রিয় স্মার্টফোন সিরিজ এলিয়েন এসএক্স, স্পাইডার ইত্যাদি। আরো জানতে- ০১৮৩৩৩১৯৮০০, ফেসবুজ পেজ- www.facebook.com/MycellMobile এবং ওয়েব www.mycell-bd.com এই ঠিকানায়।

0 comments: