Wednesday, 13 July 2016

ইনস্টাগ্রামে মেয়ের ছবি প্রকাশ করলেন রানি


সম্প্রতি বলিউড অভিনেত্রী রানি মুখার্জি তার মেয়ে আদিরার ছবি প্রকাশ করলেন ইন্সটাগ্রামে।  সঙ্গে ক্যাপশনে লিখলেন 'মাই বিগ ট্রেজার'। কদিন আগে বেফিকারের কাজ শেষে আদিত্য-রানিকে একসঙ্গে পেয়ে প্রথমবার জোড়ায় ছবি তুলতে পেরেছিলেন ফটোগ্রাফাররা। আদিত্য-রানিকে একসঙ্গে ছবিতে পাওয়া গিয়েছে তাদের বিয়ের দু বছর পর। 
গতবছর ডিসেম্বরে মা হয়েছেন রানি। কিন্তু নিজের সঙ্গে মেয়েকেও মিডিয়ার থেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। এবার সেই বেড়াজাল ভাঙলেন রানি নিজেই। ইনস্টাগ্রামে পোস্ট করলেন সাদা-গোলাপি ফ্রকে ছোট্ট আদিরার ছবি।



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: