আবারও আলোচনায় নায়লা নাঈম। নায়লা ভক্তরা আরও একবার তাদের পছন্দের তারকাকে আইটেম গানে দ্যুতি ছড়াতে দেখা যাবে। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমার আইটেম গান ও মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছেন তিনি।
সিনেমার নাম রাত্রির যাত্রী। এই সিনেমার একটি আইটেম গানে নাচবেন তিনি। নতুন সিনেমার আইটেম গান প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, অনেক পরিচালকের সঙ্গেই আইটেম গান নিয়ে কথা হয়। তবে রাত্রির যাত্রীতে আমার উপস্থিতিটা দর্শক অন্য রকমভাবে দেখবেন।’ রাত্রির যাত্রীর পরিচালক হাবিবুল ইসলাম বলেন, ‘তাঁকে সবাই যেভাবে দেখে অভ্যস্ত, সেভাবে দেখানো হবে না।’
রাত্রির যাত্রীর প্রধান চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। আগামী মাসে আইটেম গানটির দৃশ্য ধারণের কথা রয়েছে বলে জানান পরিচালক।

0 comments: