Monday, 21 July 2014

অভিনয় শিল্পী হতে চাই, "টার্গেট" বড় পর্দা- সাদিয়া


সাদিয়া, পুরোনাম সাদিয়া আফরিন ছোট পর্দায় প্রিয়মুখ তিনি। সাবলীল অভিনয় ও মিষ্টি চেহারা দিয়ে খুব কম সময়ের মাঝেই জয় করে নিয়েছেন দর্শকদের ভালবাসা। প্রিয়.কম বিনোদনকে দেয়া সাক্ষাৎকারে সাদিয়া জানালেন নাটক, বিজ্ঞাপন ও বড় পর্দায় কাজ নিয়ে তাঁর ভাবনা সম্পর্কে....
প্রথম অভিনয়... ডি এ তায়েবের পরিচালনায় ‘চিত্রজগৎ’ শিরোনামে একটি নাটকে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছিলাম। এটি ২০১৩ সালে চ্যানেল আইতে প্রচারিত হয়। এরপর ‘অদৃশ্য শত্রু’ নামে একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করি। নাটকটিতে আমার সহশিল্পী হিসেবে ছিলেন আজিজুল হাকিম।
চলতি ধারাবাহিক...
বর্তমানে আমার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক নিয়মিতভাবে বিভিন্ন চ্যানেল এ প্রচারিত হচ্ছে। এর মধ্য বস, নিশিকাব্য ও কমনসেন্স শিরোনামে তিনটি ধারাবাহিক বিজয় টিভিতে সম্প্রচারিত হয়।

নতুন কোন নাটকে অভিনয় করছেন ... ভেলকি চোরা, আপন ঘরে পরবাস ও জোসনা করেছে আড়িতে নামে তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় শেষ করেছি। এরমধ্য ‘জোসনা করেছে আড়িতে’ নাটকটি ঈদের পর থেকে বিটিভি প্রচার শুরু হবে। এছাড়াও মাহফুজ আহমেদ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘তোমার দোয়ায় ভালো আছি মা’তে আজ থেকে অভিনয় শুরু করছি।
হিরো দ্যা সুপারস্টার...
‘হিরো দ্যা সুপারস্টার’ ছবিতে আইটেম গানে পারফর্ম করেছিলাম। সিনেমাটি চলতি বছর এপ্রিল মাসে মুক্তি পায়। দর্শকদের কাছে থেকে ভালো সাড়া পেয়েছি। মূলত নায়ক শাকিব ভাইয়ের জন্য ছবিটা করেছিলাম। উনার মতো বড় স্টারের সাথে কাজ করতে পেরে অনেক কিছু শিখেছি।

ঈদের নাটক... আসছে ঈদে বৈশাখী চ্যানেল এ আমার অভিনীত ‘ধান্দা’ নামের একটি নাটক প্রচারিত হবার কথা রয়েছে। এছাড়াও বিজয় টিভির সাত পর্বের ধারাবাহিক ‘রূপসী নাগিন’ এ নাম ভূমিকায় অভিনয় করেছি। নাটকটিতে সত্যিকারের সাপ নিয়ে অভিনয় করতে হয়েছিল। আমি সাপ খুব ভয় পাই। শুটিং সেটে এই বিষয়টা নিয়ে সবাই মজা করতো।
বিজ্ঞাপন জগৎ... গ্রিন লাইফ লিপার কোচ, ও ‘ভ্যাট’ নিয়ে সরকারি একটি পি এস এ করেছি। খুব শিগ্রি আমার অভিনীত গ্রামীণফোনের একটি বিজ্ঞাপন আসবে। বিজ্ঞাপনটির কাজ সম্প্রতি শেষ হয়েছে।
উপস্থাপনা... বাংলাদেশ টেলিভিশনে ছায়াছন্দ, সুরের সুরভী ও বিতর্ক অনুষ্ঠানের উপস্থাপনা করছি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করতে ভালোলাগে।
ভবিষ্যৎ পরিকল্পনা... ছোট পর্দায় গুণী শিল্পিদের কাছে থেকে অভিনয় শিখছি। তবে আমার মূল টার্গেট বড় পর্দায় কাজ করা। একজন অভিনয় শিল্পী হিসেবে সিনেমা অঙ্গনে নিজেকে তুলে ধরতে চাই। বেশ কয়েকজন পরিচালকের সাথে এরই মাঝে কথা হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগ্রি দর্শক আমাকে এই মাধ্যমে দেখতে পাবেন।


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: