Sunday, 20 July 2014

চার বছর পর সুজানার "হ্যাঁ", এবছরই বিয়ে করছেন হৃদয়-সুজানা


চার বছর অপেক্ষা করেছেন সংগীতশিল্পী হৃদয় খানঅবশেষে তার ভালবাসার ডাকে সাড়া দিয়েছেন মডেল সুজানা জাফরবললেন, এ বছরই বিয়ের কাজটাও সেরে ফেলতে চান
সুজানা বলেন, “এ বছরেই বিয়ে করতে চাই, বাকিটা আল্লাহর হাতেতিনি যেদিন চাইবেন, সেদিনই বিয়ে হবেবিয়ে তো ছেলে খেলা বা মজা করার বিষয় না
বিয়েতে পারিবারিকভাবে কোন পক্ষেরই বাধা নেই বলেও জানালেন তিনিচার বছর ধরে হৃদয়কে আমার পরিবারের সবাই দেখেছেহৃদয় পরিবারের সবারই মন জয় করে নিয়েছে
সুজানারও মন জয় করে নিয়েছেন হৃদয়হৃদয় প্রসঙ্গে সুজানা আরও বলেন, “আমি এমন ডেডিকেটেড কাউকে দেখিনিমানুষ হিসেবে সে সৎ, তার মনটা পরিষ্কার, সর্বোপরি ভালো মনের মানুষ
হৃদয় ভালোবাসতেন সুজানাকে, যদিও সুজানার আগে একটি বিয়ে হয়েছে এবং হৃদয়ের চাইতে তিনি প্রায় ৬ বছরের বড়সুজানাকে প্রথমেই ভালোবাসার কথা জানিয়েছিলেন তিনি, সুজানা সাড়া দেননিসুজানার মন জিততে হৃদয় তার অ্যালবামও উৎসর্গ করেছেন সম্প্রতিকিন্তু সব সত্ত্বেও হৃদয়কে বেস্ট ফ্রেন্ডএর বেশি কিছু মনে করতেন না সুজানাপ্রেমিক হিসেবে তার কথা কখনও ভাবেননি
তিনি বলেন, “মিডিয়াতে কাজ করছে এমন বন্ধুদের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছেন নির্ঝর ও হৃদয়আমাদের কতো বন্ধু থাকে নাসবার সঙ্গেই কী প্রেম করতে হবে?”নির্ঝর নারীশিল্পী হওয়ায় হৃদয়কে জড়িয়ে গুজব ডালপালা ছড়াবে বলে মনে করতেন সুজানাতাই হৃদয়কে হ্যা বলতে চার বছর সময় নিয়েছেন তিনি
পারতপক্ষে মিডিয়ার কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর ইচ্ছা ছিল না সুজানার



SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: