চার বছর অপেক্ষা করেছেন সংগীতশিল্পী হৃদয় খান। অবশেষে তার ভালবাসার ডাকে সাড়া দিয়েছেন মডেল সুজানা জাফর। বললেন, এ বছরই বিয়ের কাজটাও সেরে ফেলতে চান।
সুজানা বলেন, “এ বছরেই বিয়ে করতে চাই, বাকিটা আল্লাহর হাতে। তিনি যেদিন চাইবেন, সেদিনই বিয়ে হবে। বিয়ে তো ছেলে খেলা বা মজা করার বিষয় না।”
বিয়েতে পারিবারিকভাবে কোন পক্ষেরই বাধা নেই বলেও জানালেন তিনি। “চার বছর ধরে হৃদয়কে আমার পরিবারের সবাই দেখেছে। হৃদয় পরিবারের সবারই মন জয় করে নিয়েছে।”
সুজানারও মন জয় করে নিয়েছেন হৃদয়। হৃদয় প্রসঙ্গে সুজানা আরও বলেন, “আমি এমন ডেডিকেটেড কাউকে দেখিনি। মানুষ হিসেবে সে সৎ, তার মনটা পরিষ্কার, সর্বোপরি ভালো মনের মানুষ।”
হৃদয় ভালোবাসতেন সুজানাকে, যদিও সুজানার আগে একটি বিয়ে হয়েছে এবং হৃদয়ের চাইতে তিনি প্রায় ৬ বছরের বড়। সুজানাকে প্রথমেই ভালোবাসার কথা জানিয়েছিলেন তিনি, সুজানা সাড়া দেননি। সুজানার মন জিততে হৃদয় তার অ্যালবামও উৎসর্গ করেছেন সম্প্রতি। কিন্তু সব সত্ত্বেও হৃদয়কে ‘বেস্ট ফ্রেন্ড’ এর বেশি কিছু মনে করতেন না সুজানা। প্রেমিক হিসেবে তার কথা কখনও ভাবেননি।
তিনি বলেন, “মিডিয়াতে কাজ করছে এমন বন্ধুদের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছেন নির্ঝর ও হৃদয়। আমাদের কতো বন্ধু থাকে না। সবার সঙ্গেই কী প্রেম করতে হবে?”নির্ঝর নারীশিল্পী হওয়ায় হৃদয়কে জড়িয়ে গুজব ডালপালা ছড়াবে বলে মনে করতেন সুজানা। তাই হৃদয়কে হ্যা বলতে চার বছর সময় নিয়েছেন তিনি।
পারতপক্ষে মিডিয়ার কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর ইচ্ছা ছিল না সুজানার।

0 comments: