Saturday, 19 July 2014

জ্যাকলিনের সাথে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিব্রত সালমান!



বাস্তবজীবনে বহুবার সম্পর্ক ভাঙা-গড়ার খেলায় মেতে বিগহার্ট লাভারবয়তকমা পেয়েছেন বলিউডের প্রভাবশালী তারকা অভিনেতা সালমান খানতবে চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে বরাবরই আবেগঘন দৃশ্য থেকে দূরে থাকতে দেখা গেছে খান সাহেবকেএখন পর্যন্ত রূপালি পর্দায় সত্যিকারের চুম্বন দৃশ্য করতে দেখা যায়নি তাঁকে দর্শক যা দেখেছে, সবই ক্যামেরার কারসাজি
তবে এবার সম্ভবত তাঁর সেই সুনাম ক্ষুণ্ন হতে চলেছেকেননা শোনা যাচ্ছে, মুক্তি প্রতীক্ষিত কিকছবিতে সহ-অভিনেত্রীর সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করেছেন এই দাবাংতারকা
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও পরিচালিত কিকছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন সাবেক মিস শ্রীলঙ্কা ও বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজছবিটিতে সহ-অভিনেত্রীর সঙ্গে আবেগঘন চুমুর দৃশ্যে দেখা যাবে সালমানকেবড় পর্দায় সচরাচর এ ধরনের দৃশ্যে অভিনয় করেন না সালমান খানতবে এবার নাকি করেই ফেলেছেনঅবশ্য কিকছবিতে সত্যিই চুমুর দৃশ্য রাখা হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি ছবির নির্মাতারাঅনেকেই ভাবছেনে এই গুজব রটানো আসলে একটা পাবলিসিটি কৌশলসালমান নিজেও এখনও এই বিষয়ে মুখ খোলেননি
প্রসঙ্গত, ‘কিকছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালনার খাতায় নাম লিখিয়েছেনমুঝছে শাদি কারোগে’, ‘হে বেবি’, ‘হাউসফুল’, ‘হাইওয়ে’, ‘হিরোপান্তিসহ বহু ব্যবসাসফল ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাএবং ছবির নায়িকা জ্যাকলিন সাজিদের প্রেমিকা!


SHARE THIS

Author:

Facebook Comment

0 comments: